২০২৪ সালের ২৭ আগস্ট, মঙ্গলবার, বেলা ৩:০০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে, প্রধান উপদেষ্টার কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা, একটি সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করা।
ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণকারী এনজিওগুলোর নির্বাহী পরিচালক/কান্ট্রি ডিরেক্টরগণ সশরীরে অথবা জুমের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় এখন পর্যন্ত গৃহীত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) এর একজন প্রতিনিধি সশরীরে উপস্থিত ছিলেন।
On August 27, 2024, at 3:00 PM, a meeting was held at the Conference Room of the Bureau of NGO Affairs, Office of the Chief Advisor, Government of the People's Republic of Bangladesh, located in Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka. The purpose of the meeting was to coordinate humanitarian assistance efforts for those affected by the devastating floods.
The meeting was attended in person or via Zoom by the Executive Directors/Country Directors of the NGOs involved in the relief and rehabilitation activities. The discussions included the activities undertaken so far and future plans. A representative from the Association of Grassroots Women Entrepreneurs Bangladesh (AGWEB) was present at the meeting in person.
Organizer
Shanta Forum, 187/188, Tejgaon Link Road, Dhaka- 1215