ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় রিভলভিং ফান্ড হতে উদ্যোক্তাগণকে কাঙ্ক্ষিত পর্যায়ে ঋণ বিতরণ ত্বরান্বিতকরণে উদ্যোক্তা নেতৃবৃন্দের সাথে এসএমই ফাউন্ডেশনের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। রপ্তানি সম্ভাবনাময় এবং আমদানি-বিকল্প পণ্যের উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতে ঋণের প্রবাহ বৃদ্ধিতে এসএমই ফাউন্ডেশন কাজ করছে। এ লক্ষ্যে সরকার প্রদত্ত রিভলভিং ফান্ড হতে ঋণ বিতরণের উদ্দেশ্যে ১১ জুন ২০২৪ তারিখে ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়। এ ঋণ কার্যক্রম সম্পর্কে উদ্যোক্তাদের অবহিত করার মাধ্যমে ঋণ বিতরণ তরান্বিত করার লক্ষ্যে এসএমই খাত সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লিখিত সভাটি ২৮ আগস্ট ২০২৪, বুধবার, সকাল ১১.০০টায় পর্যটন ভবনস্থ এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে (লেভেল-৭, পর্যটন ভবন, ই-৫/সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭) অনুষ্ঠিত হয়। সভাটি নারী উদ্যোক্তাদের দেশের অর্থনীতিতে আরও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে আলোচনা করে।

Organizer

home2_icon_1
Shanta Forum, 187/188, Tejgaon Link Road, Dhaka- 1215

Newsletter

The latest AGWEB news, articles, and resources, sent straight to your inbox every month.

Copyright © 2024 AGWEB. All rights reserved.