বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবা নিয়ে এনজিও বিষয়ক ব্যুরো এর মতবিনিময়
৪/৯/২০২৪ তারিখ রোজ বুধবার সকাল ১০.০০ টায় এনজিও বিষয়ক ব্যুরোর সভা কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোঃ সাইদুর রহমান সভাপতিত্ব করেন। সভায় অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ (এজিডাব্লিউইবি) সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও এনজিও অংশ গ্রহণ করে।
On September 4, 2024, Wednesday, at 10:00 AM, a discussion meeting on the rehabilitation and medical assistance for victims of discrimination-related student movements and post-flood health services was held in the NGO Affairs Bureau conference room.
The meeting was chaired by Mr. Saidur Rahman, Director General (Grade-1) of the NGO Affairs Bureau. Various health service providers and NGOs, including the Association of Grassroots Women Entrepreneurs Bangladesh (AGWEB), participated in the meeting.
Shanta Forum, 187/188, Tejgaon Link Road, Dhaka- 1215