বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবা নিয়ে এনজিও বিষয়ক ব্যুরো এর মতবিনিময়

৪/৯/২০২৪ তারিখ রোজ বুধবার সকাল ১০.০০ টায় এনজিও বিষয়ক ব্যুরোর সভা কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোঃ সাইদুর রহমান সভাপতিত্ব করেন। সভায় অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ (এজিডাব্লিউইবি) সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও এনজিও অংশ গ্রহণ করে।

On September 4, 2024, Wednesday, at 10:00 AM, a discussion meeting on the rehabilitation and medical assistance for victims of discrimination-related student movements and post-flood health services was held in the NGO Affairs Bureau conference room. The meeting was chaired by Mr. Saidur Rahman, Director General (Grade-1) of the NGO Affairs Bureau. Various health service providers and NGOs, including the Association of Grassroots Women Entrepreneurs Bangladesh (AGWEB), participated in the meeting.

Newsletter

The latest AGWEB news, articles, and resources, sent straight to your inbox every month.

Copyright © 2024 AGWEB. All rights reserved.